
নরসিংদী বাজার বণিক সমিতির নির্বাচন দুই মাসের জন্য স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন আমলে নিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নরসিংদীর সিনিয়র জেলা জজ শেখ হুমায়ুন কবীর আপিলকারীর পক্ষে করা আবেদন গ্রহণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা রিট আপিলের মেমো পর্যালোচনা করে শুনানির উপযুক্ত কারণ বিদ্যমান থাকায় তা গ্রহণ করা হয়। এ সময় আদালত প্রতিপক্ষের প্রতি নোটিশ ইস্যু এবং মূল নথি তলব করে আগামী ১৬ সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দেন।
একই সঙ্গে আদালত মনে করেন, নরসিংদী বাজার বণিক সমিতির নির্বাচনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তাদের বিষয়ে কোনো আপত্তি না থাকায় তারা বৈধভাবে নির্বাচিত। ফলে তাদের কার্যক্রমে কোনো বাধা নেই। তবে নির্বাচনে নতুন ভোটার অন্তর্ভুক্তি বা কর্তন করা যাবে না এবং পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, ভোটার তালিকায় ভুয়া ভোটার অন্তর্ভুক্তি, মুল জোনের বাইরের ভোটার রাখা, ট্রেড লাইসেন্সবিহীন ভোটার তৈরি, পুরোনো ভোটার বাদ দেওয়া এবং একই ব্যক্তিকে একাধিক জোনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগে বাজার বণিক সমিতি নির্বাচন সংক্রান্ত ১৫৪/২০২৫ নং দেওয়ানি মোকদ্দমায় আপিল করা হয়। এর প্রেক্ষিতে গত ২৭ আগস্ট নরসিংদী জজ আদালতের ১ম যুগ্ম জেলা জজ নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান স্থিতিবস্থায় রেখে দুই মাসের জন্য নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।