
বাগাতিপাড়া উপজেগলার সোনাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আপন বোন ও পিতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মোছাঃ মমতাজ ববি (৩২) বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগে জানান, অভিযুক্ত মোঃ আরিফ (২৭), পিতা-মোঃ আবুবকর, মাদক বিক্রেতা নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই পিতার কাছে টাকা দাবি করে এবং টাকা না পেলেই বেধড়ক মারধর করে থাকেন। গত ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে ৫০ হাজার টাকা দাবি করে না পেয়ে নিজের পিতাকে রাস্তায় বাশের লাঠি দিয়ে মারধর করেন আরিফ।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত মেয়ে মমতাজ ববিকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে অভিযুক্ত আরিফ। পরে রান্নাঘর থেকে বেলনা এনে বোনের পিঠে আঘাত করে, যার ফলে তার শরীরে গুরুতর জখম হয়।
স্থানীয় সাক্ষী মোঃ বাবু ও মোঃ ময়েন উদ্দিনসহ অনেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত আরিফ ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং ফের হামলার হুমকি দেয় বলে অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।