ভালোবাসি ভালোবাসবো
✍️ফারহানা রহমান মনি
তুমি আমায় ভালোবাসলে না কেন বলতো?
আমি দেখতে খারাপ,
তেমন সুন্দর নই অথবা
আমার ছবি স্টোরিতে দিলে একদম মানাবে না?
কতদিন ভেবেছি তোমায় জিজ্ঞেস করবো-কেন আমায় ভালোবাসলে না?
সত্যিটা হলো-তোমাকে জিজ্ঞেস করার সাহস করতে পারিনি কারন তোমাকে আমি ভিষণ ভয় পেতাম।
তোমার ভালোবাসা পাবার সকল দরজা যখন বন্ধ করে দিলে,তখন প্রার্থনার আশ্রয় নিলাম।
সিজদাহ্তে তোমারে চাইলাম,
মোনাজাতে তোমারে চাইলাম,
আঁচল পেতে তোমারে ভিক্ষা চাইলাম প্রতিদিন,প্রতিমুহূর্ত।
তুমি কি ভাবো,
আল্লাহ আমার দোয়া কবুল করেনি?
এতিমের কান্নায় আল্লাহর আরশ কাপে,
এতিমের দোয়া আল্লাহ কবুল করেন,
আল্লাহ ভাগ্য পরিবর্তনকারী।
আল্লাহ ঠিকই তোমারে আমার দিয়েছিলো কিন্তু
তুমি চাওনি তাই আমি তোমাকে পাইনি।
আমি ভুলে গিয়েছিলাম—
আমার অশ্রুভেজা ভালোবাসাও ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তোমার আছে।