
নিশ্চুপ বিদায়
ফারহানা রহমান মনি
তুমি কতো সহজেই দেওয়া অধিকার কেরে নিলে,
মুখের উপর দরজা বন্ধ করে দিলে,
যে শহর আমার জন্য উন্মুক্ত ছিলো,
সেখানে প্রবেশ নিষিদ্ধ করলে।
তুমি কতো সহজেই ভালো থেকো বলে বিদায় নিলে,
অন্যের চোখে চোখ রাখলে,
আমি যে ভালোবাসা তোমায় দিলেছিলাম,
তা তুমি অন্য কাউকে বিলিয়ে দিলে হাসি মুখে।
তুমি কতো সহজেই আমাকে ছেড়ে দিলে,
আমার সাথে কাটানো সময় ভুলে গেলে,
আমাকে দেওয়া কথা মিথ্যে প্রমান করলে,
আমার একজীবনে স্বপ্নগুলো উড়িয়ে দিলে।
আমি নির্বাক হয়ে দেখেছি,
কিছুই বলতে পারিনি কারন
কাছে এসেছিলাম আমি,
ভালোবেসেছিলাম আমি,
তুমি তোমার জীবনের মহামূল্যবান সময় থেকে দয়া করে আমাকে একটু সময় দিয়েছিলে,
তার বিনিময়ে আমি জনম জনম প্রার্থনায় তোমার শুভকামনা করবো।