
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার১নং পাড়িয়া ইউনিয়নের সৌলাদোগাছি এলাকায় গুডাউন ঘরের রক্ষিত পিঁয়াজ ও রসুন এর ব্রীজ চুরির ঘটনায় ২টি মামলার এজাহারনামীয় আসামি মোঃ নাসিরুল ইসলাম (৪৫) গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বটতলি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শওকত আলী
সরকার ।
বালিয়াডাঙ্গী থানা সূত্রে জানা যায়, গত ৪ মে সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের সৌলাদোগাছির মোঃমতিউর রহমান এর বাড়ির গুডাউন থেকে চুরির ঘটনা ঘটে।
নাসিরুল সহ এজাহার এর অসামিরা গুডাউনের ২০০কেজি পিয়াজের ব্রীজ দানা ও ৫০ কেজি রসুনের বীজ চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে আবার নাসিরুল সহ গ্রেফতারকৃত কৃত সকল আসামিরা
জামিন পেলে সুপরিকল্পিত ভাবে ২৫/০৫/২৫ইং তারিখে মধ্য রাতে
মতিউর রহমানের বাড়ির প্রধান গেটের তালা ও যে ঘরে পিয়াজের ব্রীজ রাখা ছিল তার তালা উন্নত মানের কাঁচি দিয়ে কাটিয়া ১১ বস্তা পিয়াজের ব্রীজ চুরিকরিয়া নিয়ে যায়।
এ ঘটনায় ঐ মালিক মোঃ মতিউর রহমান বাদী হয়ে গত ২৬ মে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত চলাকালে পর্যালোচনার প্রযুক্তির সহযোগিতায় চুরির ঘটনায় জরিতদের পরিচয় ও অবস্থান সনাক্ত করে পরে সকল চোরেরা সহ নাসিরুল ইসলামকে গ্রেফতার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।