ফরিদপুরের মধুখালিতে জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
সোমবার ১০ মার্চ কার্ড ধারী জেলে পরিবারের মাঝে প্রতি ৮০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
মধুখালি উপজেলায় নওপাড়া, বাগাট, আড়পাড়া, কামারখালি, ডুমাইন ইউনিয়নের ৫২ জন জেলেকে ৪.১৬মে.টন ভিজিএফ চাল তুলে দেয়া হয়। চাল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীএ কুমার দাস।