
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে অতিরিক্ত গতি ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাদ হোসেন।
সরজমিন দুপুরে দেখা যায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা ও চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।
অভিযানে ওভার স্পিড, লাইসেন্সবিহীন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানোর অভিযোগে মোট ৮টি মামলা দেওয়া হয়।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও নিয়ম মেনে গাড়ি চালানোর প্রবণতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন বা কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, আজকের অভিযানে মোট ৮টি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ওভার স্পিড, লাইসেন্সবিহীন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও মেয়াদোত্তীর্ণ গাড়ি রয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, মহাসড়কে মানুষের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। নিয়ম ভঙ্গকারী বা লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয়রা জানান, মহাসড়কে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান চালু থাকলে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে।