1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগাতিপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরন করলেন- ব্যারিস্টার ফারজানা শারমিন বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁ-২ আসনে আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ রাজশাহীতে স্পেশাল শিশুদের ভর্তির জন্য এক স্কুলের অতিরঞ্জিত প্রচার-প্রচারনা হরিপুর উপজেলা সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ফারহানা রহমান মনি’র কবিতা – ভালোবাসি ভালোবাসবো ফারহানা রহমান মনি’র কবিতা – কেউ থাকুক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব নির্বাচিত হলেন শেখ ফয়েজ আহমেদ সালথা প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হযরত আলী, সম্পাদক জব্বার

রাজশাহীতে স্পেশাল শিশুদের ভর্তির জন্য এক স্কুলের অতিরঞ্জিত প্রচার-প্রচারনা

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

 

স্পেশাল চাইল্ড বা বিশেষ শিশুদের বিভিন্ন সেবা প্রশিক্ষণ দিয়ে মানসিক ও শারীরিক বিকাশে উন্নত স্বাভাবিক ভাবে জীবন যাপনের সুযোগ করে দেওয়ার জন্য রাজশাহীতে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে। সরকারিভাবে একটি প্রতিষ্ঠান সহ প্রায় ৭/৮ টি প্রতিষ্ঠান আছে নগরীতে।

ড্রিম স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট স্কুল নামের একটি স্কুল সম্প্রতি সময়ে রাজশাহী নগরীর উপশহর ১নং সেক্টরে তাদের কার্যক্রম শুরু করে। এই স্কুলের প্রচারপত্রে বেশকিছু সেবা প্রদানের কথা লিখা আছে যা বাস্তবে স্কুলে দেওয়া হয়না।

স্কুলের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন মো: আশিকুর রহমান নামের একজন হাইস্কুলের শিক্ষক তবে মুলত স্কুলটির সার্বিক পরিচালনা করেন তার বোন শ্রাবণী। ১১/১২ জন স্পেশাল শিশু নিয়ে কার্যক্রম শুরু করলেও স্কুলটির কোন অনুমোদন বা নিবন্ধন দেখাতে পারেনি। তবে সিটি কর্পোরেশন থেকে নিবন্ধন করবেন কিন্তু সিটি কর্পোরেশনে নিবন্ধন বন্ধ থাকায় সেটাও করা হয়নি এমনকি ট্রেড লাইসেন্স ও করা নাই।

নিবন্ধনের বিষয় নিয়ে সিটি কর্পোরেনে যোগাযোগ করা হলে সিটি কর্পোরেশন জানান তাদের নিবন্ধন বই শেষ হয়ে গেছে শীঘ্রই বই আসবে। সিটি কর্পোরেশন আরও জানান আমরা স্কুল হিসেবে নিবন্ধন দিই আলাদাভাবে স্পেশাল চাইল্ডদের স্কুলের জন্য কোন নিবন্ধন নাই।

একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় ভারা নিয়ে কয়েকজন শিক্ষক নিয়োগ দিয়ে স্পেশাল শিশুদের সেবা প্রদান করছে। এই সকল শিক্ষকদের স্পেশাল শিশুদের সেবা দেওয়ার জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতার প্রয়োজন সেটাও নেই। শ্রাবণীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক লেভেলের সে দীর্ঘদিন বিভিন্ন স্পেশাল শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে তিনি স্কুলটি তদারকি করেন।

এই স্কুলে ভর্তির জন্য অভিবাবকদের দৃষ্টি আকর্ষণ করতে তাদের প্রচার পত্রে বেশ কিছু সেবা প্রদানের বিষয় উল্লেখ করেন তারমধ্য অকুপেশনাল থেরাপি,স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি,প্যারেন্টস কাউন্সিলিং,গ্রুপ থেরাপি, বিহেভিয়ার থেরাপি সহ বিভিন্ন সেবার কথা উল্লেখ করেন। অথচ এই সকল থেরাপির জন্য এই সকল বিষয় নিয়ে পড়াশোনা করেছে এমন শিক্ষক এই স্কুলে নেই।

এই সকল সেবা প্রদানের বিষয় নিয়ে রাজশাহী সমাজসেবা কার্যলয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর
শামীম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এসকল সেবা প্রদানের জন্য বিএসএড স্পেশাল এডুকেশন ডিগ্রীধারী শিক্ষক থাকাতে হবে। এই ডিগ্রীর লোক পাওয়া মুশকিল এই স্কুলে কিভাবে এইসকল সেবা দিচ্ছে এটা আমার জানা নাই, তবে সামগ্রিক ভাবে বলা যায় এটা অতিরঞ্জিত প্রচারণা ছাড়া কিছুই না।”

তিনি আরও বলেন, “থেরাপি দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকার মেশিনারি সামগ্রী লাগে,জায়গা লাগে,তাছাড়া সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আবেদন করতে হয়। নিজ প্রতিষ্ঠানের নামে জমি থাকতে হবে।”

থেরাপি ও কাউন্সিলিং বিষয় নিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. রাকিবুজ্জামান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কাউন্সিলিং করার জন্য অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে এমন কারো কাছে যেতে হবে,তাছাড়া চিকিৎসা বা সেবা সঠিক হবেনা।”

রাজশাহী সিআরপি সেন্টারের ম্যানেজার সুমা বেগম এই স্কুল ও সেবা নিয়ে কোন মন্তব্য করতে চাননি,তবে তিনি বলেন, “থেরাপি দেওয়ার জন্য ঢাকা থেকে একজন থেরাপিস্ট মাসে একবার করে অন্য একটি প্রতিষ্ঠানে আসে,এই সেবা দেওয়ার স্পেশালিষ্ট পাওয়া যায় না।”

এই স্কুলের একজন অভিবাবক বলেন, “আমার বাচ্চার স্কুলিং চলছে এই সব সেবার প্রয়োজন হয়না,তবে হ্যান্ডবিলে যেসব সেবার কথা লিখেছে এটা অতিরঞ্জিত, এগুলো না লিখলেও পারতো।

স্কুলটির বিষয় নিয়ে রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বলেন, “প্রতিষ্ঠানটির বিষয়ে আমার জানা নেই,আমাদের অফিসের সমাজসেবা অফিসারকে বিষয়টি দেখতে বলবো।

ড্রিম স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট স্কুলের পরিচালকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইলে কোন কিছু বলবেন না বলে জানান,পরবর্তীতি তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,“আপনার জন্য অপেক্ষায় ছিলাম আমি চলে এসেছি,পারলে আমি যে স্কুলে চাকরি করি সেখানে এসে আমার সাথে যোগাযোগ করবেন। কথার একপর্যায়ে তিনি তাকে না জানিয়ে তার স্কুলে যাওয়া নিয়ে দোষারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট