সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি
নরসিংদী: নরসিংদীতে টনসিল অপারেশনের সময় ভূল চিকিৎসার কারণে ৬ বছরের শিশু রাহা মনির মৃত্যুতে সারাদেশ যখন শোকে কাতর, তখনই অভিযুক্ত চিকিৎসক পরিবারসহ ড্যাব, সাস ও স্বাচিপের চিকিৎসকরা বিনোদন উৎসবে মেতে উঠেছেন। চিকিৎসকদের এই বিকৃত আনন্দ-আয়োজনে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।
গত ২৮ আগস্ট রাতে নরসিংদী পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকায় লাইফ কেয়ার হাসপাতালে টনসিল অপারেশনের পর মারা যায় রায়পুরার হাঁটুভাঙা গ্রামের নিজামুল হক ও তানিয়া আক্তারের একমাত্র সন্তান রাহা মনি। ঘটনার পর রাতেই অভিযুক্ত এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. সুদীপ সাহা ও নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. তন্ময় করকে পুলিশ আটক করলেও প্রভাবশালী চিকিৎসক সংগঠন ড্যাব ও সাস নেতাদের হস্তক্ষেপে ভোরেই তারা মুক্ত হয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এরপর মাত্র ৮ দিন না পেরোতেই শনিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা এলাকায় কালব রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে “এসো মিলি বন্ধনে, চিকিৎসকরা সব একসাথে” স্লোগানে শরৎ উদযাপন ও চিকিৎসক মেলার আয়োজন করে সাস। এ আয়োজনে অংশ নেন ড্যাব, সাস ও স্বাচিপ নেতৃবৃন্দসহ অভিযুক্ত দুই চিকিৎসকও তাদের পরিবার নিয়ে।
শরৎ উদযাপন ও চিকিৎসক মেলায় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. হাসান আল জামী, দপ্তর সম্পাদক ডা. শাহারিয়ার খান, সমাজ কল্যাণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম ভূইয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. মো. আসাদুজ্জামান সুমন, মহিলা বিষয়ক সম্পাদক ডা. শারমিন জাহান নূপুর, নরসিংদী জেলার স্বাচিপ এর যুগ্ম আহবায়ক ডা. সুখরজন, সাবেক জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাজিদুল হক অপু, ডা. রাবেয়া মাহমুদ, অসিম কুমার ভৌমিকসহ আরোও অনেকে।
নিহত রাহা মনির নিকট আত্মীয় ফজলুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিশু রাহা মারা গেছে মাত্র ৮ দিন আগে, তার রক্তের দাগও শুকায়নি। এ অবস্থায় চিকিৎসকদের এমন আনন্দ আয়োজন প্রহসন ছাড়া কিছু নয়।”
এ ব্যাপারে ড্যাবের সভাপতি ডা. ডাক্তার হাসান আল জামি বলেন, “যখন এই ঘটনা ঘটেছিল তখন আমি দেশে ছিলাম না তাই এ বিষয়ে আমি অবগত নই।”
এ ব্যাপারে সাসের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “আসলে আজকের অনুষ্ঠানটা সাসের। এখানে স্বাচিবের কোন সদস্য নেই আর যদিও বা কেউ থাকে তবে তারা কেউ মঞ্চে উঠবে না।”
অন্যদিকে, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল ইসলাম শামীম বলেন, “সাসের কয়েকজন নেতৃবৃন্দ এসে আমাকে প্রোগ্রামটির দাওয়াত দেয়। তারা যে মুহূর্তে এসে আমাকে দাওয়াত দেয় এই শেষ সময় অনুষ্ঠানটি বন্ধ করার কথা আমার কাছে ঠিক মনে হয়নি এতে নানান জন নানান মন্তব্য করতে পারে। তাই এই অনুষ্ঠানের বিষয়ে আমি তাদেরকে কিছুই বলিনি। তবে শুনেছি অনুষ্ঠানে পতিত স্বৈরাচারী সরকারের কয়েকজন ধূসর উপস্থিত থাকবেন। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলব ড্যাব ও সার্সের সদস্যদের একই অনুষ্ঠানে স্বাচিবের সদস্যদের সাথে উপস্থিত থাকাটা সমচীন নয়। তবে আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাচিবের সদস্যরা চিকিৎসক সমাজে পূর্ণবাসিত হবে।”
দেশবাসীর শোকের মাঝেই চিকিৎসকদের এমন বিনোদন উৎসবকে নরসিংদীবাসীসহ সুশীল সমাজ চরম নিন্দা জানাচ্ছে।