
ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে পুড়ে এক কৃষকের বসতঘর সহ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷
আজ শনিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার নকুলহাটি গ্রামে আজম মোল্যার বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা বলেন, আগুনে আমার বসতঘর ও ঘরে থাকা ধান, পাট ও পেঁয়াজ পুড়ে গেছে। এতে আমার প্রায় সাড়ে ৬লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল জলিল বলেন, নকুলহাটি গ্রামে অগ্নিকান্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়স্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে আনুমাণিক ৫লাখ টাকার ক্ষতি হয়েছে৷