
ফরিদপুরে সালথায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৩ টায় রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মরহুম ফহম মাতুব্বরের বাড়িতে বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এসময় সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, সেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ বিভিন্ন অসংখ্য নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর -২ আসনের সাংসদ সদস্য পদপ্রর্থী শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে সালথা ও নগরকান্দার প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। এমন রাস্তা নির্মাণ করা হবে, যা দুর্নীতির রাস্তার মতো হবে না। পাশাপাশি সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে এখানকার মানুষকে চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে না হয়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো কোনো অপরাধে জড়িত থাকে, তবে তাকে তার চরম মূল্য দিতে হবে।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।