রুবেল রানা,সালথা(ফরিদপুর) :
ফরিদপুরের সালথা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০ পিস অবৈধ চায়না জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় উপজেলা মৎস্য অফিসার শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এস আই শওকত হাসান উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে উপজেলার গট্টি ইউনিয়নের চুলের বিল,নলডাঙ্গার বিল,কাইলে কান্দরের বিল থেকে অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরবর্তীতে তাহা জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালি জানান, মৎস্য সম্পদ রক্ষায় এবং প্রজনন মৌসুমে মাছ শিকার বন্ধ রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অবৈধ চায়না জাল ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।