
ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ আবুল হাসানকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে তাকে অশ্রু নয়নে বিদায় জানান চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
দীর্ঘ চার বছর সালথা উপজেলার রোগিদের সেবা দিয়েছেন ডাঃ আবুল হাসান। ফরিদপুর মেডিকেল কলেজে বদলী হওয়ায় তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি প্রভাষক হিসেবে মেডিকেল কলেজে যোগদান করবেন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল আমিন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমূখ।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হিসাব রক্ষক মোঃ আমির হোসেন খানকেও বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। তিনি সদর উপজেলা স্বাস্থ্য অফিসে যোগদান করবেন।