মো: রুবেল রানা, সালথা (ফরিদপুর)
টাইফয়েড প্রতিরোধে সরকারের উদ্যোগে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সর্বস্তরের শিক্ষকদের নিয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা: মোহাম্মদ শাহিনুল ইসলাম,শিশু বিশেষজ্ঞ (এম বি বি এস, বিসিএস স্বাস্থ্য) ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা:আবুল হাসান (এমবিবিএস, MODC)।
ডা:শাহিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকেরা সমাজের নেতৃত্বশীল ব্যক্তি। আপনারা শিক্ষার্থীদের কাছে এই ক্যাম্পেইনের বার্তা পৌঁছে দেবেন এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করবেন যেন প্রতিটি শিশু টিকা গ্রহণ করে।”
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো: আজিজুর রহমান MT(EPI), ফাতেমাতুজ জহুরা (পরিসংখ্যান) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা, ফরিদপুর।
বক্তারা সভায় টাইফয়েড রোগের কারণ, প্রতিরোধ, টিকার গুরুত্ব ও ক্যাম্পেইনের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী _১লা সেপ্টেম্বর _ থেকে শুরু হয়ে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। ৫-১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।
সভায় উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ৮৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।