সালথা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন- মোঃ হারুন-অর-রশিদ (দৈনিক ইনকিলাব), মিঞা মোঃ লিয়াকত হোসেন (দৈনিক পল্লী বাংলা), মোঃ আজিজুর রহমান (দৈনিক দিনকাল) ও মোঃ রেজাউল করিম (দৈনিক নয়া দিগন্ত)।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম (দৈনিক যুগান্তর ), অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোশারফ মাসুদ (দৈনিক সংবাদ প্রতিদিন), বিনা প্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন লাবলু মিয়া (দৈনিক সময়ের আলো), বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ পারভেজ মিয়া, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ নিজাম তালুকদার (দৈনিক সমাজের বাণী) ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন আকাশ সাহা (কাল বেলা)।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- এম কিউ হুসাইন বুলবুল (দৈনিক যায়য়ায় দিন), মোঃ জাকির হোসেন (দৈনিক নওরোজ), মোঃ শরিফুল হাসান (দৈনিক মানব জমিন)।
গত ২৪ আগষ্ট প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ২৬ থেকে ২৮ আগষ্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদানের সময় নির্ধারণ হয় এবং ৩০ আগষ্ট মনোনয়ন যাচাই বাছাই শেষে ১৩ সেপ্টেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক ও অনান্য পদে ভোট অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের ২৩ জন সদস্যের মধ্যে ২৩ জন ভোটার ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী। নতুন এই কার্য-নির্বাহী কমেটি আগামী ২০২৫-২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্বপালন করবে।