ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫ নং ইউনিয়নে অদ্য ৪ই জুলাই শুক্রবার হাটপুকুর গ্রামে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।উক্ত শিশু দুইটিএকই এলাকার মিঠুন আলী ও আকমাল দুই ভাইয়ের দুই সন্তান আপন চাচাতো ভাই। মৃত শিশু দুইটির নাম আহাদ আলী(৪)ও আনাস হোসেন। জানা যায় আজ শুক্রবার আনুমানিক দুপুর এক ঘটিকায় বাড়ীর পাশে পুকুরপাড়ে খেলাধুলা করতে গিয়ে পুকুরে হটাৎ পা পিছলে পানিতে পড়ে যায় ছোট ভাই আনাস আলি, তা দেখে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই পুকুরে ঝাপ দেয় অপর একজন। দুঃখজনক ভাবে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই আহাদ আলিও
পানিতে ডুবে যায় ।পরে দুজনের লাশ উদ্ধার করে স্হানীয় এলাকাবাসি ও আত্মীয়-স্বজন।বর্তমানে পরিবার টিতে শোকর মাতম বইছে।