
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সংঘর্ষে পাঁচজন আহত হন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চান মিয়া (৪৫) ও তার স্ত্রী বন্যা আক্তারের (৪০) মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। ঘটনার দিন বন্যা আক্তার তার বাবার বাড়ি থেকে লোকজন ডেকে এনে চান মিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। উভয় পক্ষের মধ্যে বাশ ও কাঠের লাঠি দিয়ে মারামারি শুরু হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন:
স্বামীপক্ষ: মো. স্বাধীন (পিতা বিল্লাল) এবং লিলি বেগম (স্বামী বাদশা মিয়া)
স্ত্রীপক্ষ: সালেহা (৪৫), মোনাই শেখ (৫৫) এবং সজল (৩০)
গুরুতর আহত লিলি বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “উভয় পক্ষ থেকেই লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পারিবারিক কলহ থেকে এমন সংঘর্ষ এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সুরাহা করবে বলে আশা করা হচ্ছে।