এ যেন বেঁচে থাকতেও জীবন্ত লাশ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দিলগাঁও গ্রামের বাসিন্দা ১০৫ বছর বয়সী ৫ সন্তানের জনক বৃদ্ধ নাদির হোসেনের করুন পরিনতি দেখে চোখে জল আসে।
সংসার জীবনে বর্তমানে সহধর্মিণী মসলেমা বেগম (৭০) ছাড়া তার পাশে আর কেউ নেই। সংসার জীবনে প্রায় বিশ বছর দিলগাও মসজিদের মুয়াজ্জিন ছিলেন নাদির হোসেন, কিন্তু ভাগ্যের কি পরিনতি অসহায়ত্ব জীবনে বিগত ছয় মাস যাবত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়ে আছেন বিছানায়, অবহেলায় আর লান্চনায় গুনছেন মৃত্যুর প্রহর। অভাব আর অনটনের টানা পোরনের কারনে কখনো ঠিক মত দুমোঠো ভাত জুটে না তার কপালে,চিকিৎসা তো দুরের কথা খেয়ে না খেয়ে বর্তমানে দিন কাটছে তাদের।
বৃদ্ধ নাদির হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আমার শেষ ইচ্ছে আবার সুস্থ হয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আজান দিতে চাই। তাই দেশ ও দেশের বাহির হতে সবাই আমাকে সবাই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি যেন আবার আযান দিতে পারি