
মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে যদি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জন্য ধানের শীষ প্রতীকে মনোনীত হয়ে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে আমার নির্বাচনী এলাকায় ক্ষুধা মুক্ত করা।
কে না খেয়ে আছে, কে চিকিৎসার অভাবে মৃত্যু শয্যাশায়ী তাদের খুঁজে বের করে সেবা দিবো। যেহেতু আমি কুরআন ও হাদিস নিয়ে গবেষণা করছি। তাই কুরআন হাদিসের আলোকে সংসদে জনগণের জন্য কথা বলবো। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সংসদ সদস্যর যে ভাতা তাও আমি নিবো না জনগণের মাঝে বিলিয়ে দিবো। ক্ষুধা মুক্ত সমাজ গড়ে তুলবো।
১৭ জুলাই বৃহস্পতিবার দিনভর সোনাতলা উপজেলা চরপাড়া বাজার, সোনাকানিয়া মোড়, গুড়াভাঙ্গা মোড়, সোনাতলা পৌর এলাকা, আড়িয়ার বাজার ও হরিখালী বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি ড. ছামছুল আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি দলের জন্য প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি। আমি আশা বাদী দল আমাকে মনোনীত করবে। তারপরও যদি সংসদ সদস্য পদে মনোনয়ন না পাই, দল যাকে মনোনীত করবে তার হয়েই কাজ করবো। এই আসন বিএনপির আসন হিসেবে দূর্গ গড়ে তুলবো ইনশাল্লাহ।