জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সারা দেশে চলছে বিএনপির ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি। এরই অংশ হিসেবে রাজবাড়ীর খানখানাপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
রবিবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল ও কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণের মাধ্যমে শহীদদের স্মরণে এই আয়োজনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. আসলাম মিয়া।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও হারুনার রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ
জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
এর আগে সকাল ১১টায় ঢাকার জিয়া উদ্যান থেকে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।
বৃক্ষরোপণ কর্মসূচির মূল প্রতিপাদ্য ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’। এ প্রসঙ্গে রাজবাড়ীর অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. আসলাম মিয়া বলেন,
‘গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ। পাশাপাশি দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়নেও ভূমিকা রাখবে এই কর্মসূচি।
তিনি আরও বলেন,
‘গত বছর এই সময়েই ফ্যাসিস্ট সরকারের পতনের সূচনা হয়েছিল। দেশের গণতন্ত্রকামী ছাত্রদের আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে। শহীদদের প্রতি সম্মান জানিয়ে দেশের মাটিকে সবুজ করে তুলতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি।