জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ প্রপার হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের বিপর্যয়ের প্রেক্ষিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সমাবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। এ সময় অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকরা খোলামেলা মতবিনিময়। এতে আগামীতে শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল অর্জন করতে পারে সেই বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, ইংরেজি শিক্ষক মো. এমাদ উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. লুৎফর রহমান ও গণিত শিক্ষক আব্দুল ছালাম। এ-সময় অভিভাবকদের পক্ষ থেকে মতামত দেন মো. লিয়াকত হোসেন, নিখিল বৈরাগী, মো. হালিম মোল্লা, সৈকত হোসেন ও তোহুরা আক্তার। শিক্ষার্থীদের পক্ষে মত প্রকাশ করেন রবিউল মোল্লা, ফাহিম আল আদিব ও আশা।
সমাবেশ সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অম্বরিশ কুমার চক্রবর্তী জীবন।
বক্তারা বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যেন ২০২৫ সালের মতো কোনো বিপর্যয় না ঘটে। এ লক্ষ্য অর্জনে শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারে, সেজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।