
রুবেল রানা, (ফরিদপুর)
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ছয়দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
গত১৮ই আগস্ট ২০২৫ ইং সোমবার ২০১৭ সালের পল্টন থানা নাশকতা মামলায় আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
দীর্ঘ ছয় দিন কারাবরণ করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, ঢাকা থেকে আজ জামিনে মুক্তি পান কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মুক্তির পর কারাফটকে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
স্থানীয় কৃষক দলের নেতারা অভিযোগ করে বলেন, “শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের দায়ের করা মামলা। বাবুল ভাই কে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে ষড়যন্ত্র করা হয়েছিল।”
তার মুক্তিকে ঘিরে গোটা বাংলাদেশ সহ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।