1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাগাতিপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরন করলেন- ব্যারিস্টার ফারজানা শারমিন বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁ-২ আসনে আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ রাজশাহীতে স্পেশাল শিশুদের ভর্তির জন্য এক স্কুলের অতিরঞ্জিত প্রচার-প্রচারনা হরিপুর উপজেলা সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ফারহানা রহমান মনি’র কবিতা – ভালোবাসি ভালোবাসবো ফারহানা রহমান মনি’র কবিতা – কেউ থাকুক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব নির্বাচিত হলেন শেখ ফয়েজ আহমেদ সালথা প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হযরত আলী, সম্পাদক জব্বার

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে- বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আমাদের সময়ের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন- তোমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।

‘এসো হে নবীন, এগিয়ে চলো অবিরাম, অন্তহীন ভোরের প্রথম সূর্যের আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। তোমরা পরিপূর্ণ তারুণ্যের অধিকারী, তোমরাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। পরে আলোচনা সভায় নবীন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

সোমবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আমাদের সময়ের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে আবু সাঈদ খান বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে, আমি বিশ্বাস করি তোমরা নিঃসন্দেহে মেধাবী। তবে শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না, মন দিয়ে লেখাপড়া করতে হবে। তোমরা ভাল রেজাল্ট করে এই কলেজের নাম উজ্জল করবে, এলাকার নাম উজ্জল করবে। যাতে অন্যরা সেই আলোয় ছুটে আসতে পারে। তোমাদের জানতে হবে, আমরা এই প্রতিষ্ঠানটি করেছি ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে। এই কারনে তোমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। এবং দেশকে ভালবাসতে হবে। কোন ধরনের অন্যয়ে সাথে আপস করা যাবে না । যেখানে অন্যয় দেখবে সেখানের প্রতিবাদ করার চেষ্টা করবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সকলে মিলে-মিশে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভাল করবেন। আমরা চাই এই প্রতিষ্ঠানে শুধু আশ-পাশের শিক্ষার্থীরা নয়, শহর থেকে ছেলে মেয়েরা এসে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করবে। আপনারা নিজেদেরকে সেই ভাড়ে গড়ে তুলুন। শিক্ষার্থীদের অন্যায়ের প্রতিবাদ করা শিখাবেন।

সবাইকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসছে হবে। সবাইকে দেশপ্রেমিক হতে হবে। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোনো রকম নেশার সঙ্গে নিজেদের জড়ানো যাবে না। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের নির্বাহী কমিটির দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, রামকান্তুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু জাফর, বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবু নাসের আহম্মাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক ও বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, বিভাগদী রিজিয়া-রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকরামুল হক, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট