কেউ থাকুক
✍️ফারহানা রহমান মনি
জীবন চলার পথে কেউ থাকুক,
দীর্ঘশ্বাস হয়ে……
গোধূলি বিকেলে কফির মগে আনমনে,
সন্ধ্যার রক্তিম সূর্য ডোবা মুহূর্তে,
মুখর বৃষ্টিস্নাত মন খারাপের রাতের শুরুতে।
কেউ থাকুক,নির্ঘুম রাতের লোনাজল হয়ে,
প্রার্থনা,একাকী আক্ষেপ হয়ে!
কেউ থাকুক আমার একান্ত মন খারাপের গল্প হয়ে,
মৃত্যুর আগপর্যন্ত।
না পাওয়া,না ছোঁয়া ভালোবাসা হয়ে!
একটা মানব জীবনের অবচয়,
চোখের সামনে কি নিদারুণ আক্ষেপ আর দীর্ঘশ্বাসে শেষ হলো,
অথচ জীবনটা অন্য রকম হতে পারতো।