
ফরিদপুরের সালথায় শারদীয় দূর্গা পূজা ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সালথা থানার হলরুমে এই সভার আয়োজন করে থানা পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি মুফতী ইমরান হোসাইন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহা প্রমূখ।
এছাড়াও সালথা থানার এসআই উজ্জল সরকার, এসআই মেহেদী হাসান সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন এলাকার পূজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শারদীয় দূর্গা পূজা সুন্দর পরিবেশে পালিত হোক, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করেন ওসি আতাউর রহমান বলেন, উপজেলার ৪২ টি পূজামন্ডপে পুলিশের কড়া নিরাপত্তা থাকবে। এছাড়াও প্রতিটি পূজামণ্ডপে আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। সরকারি প্রতিটি নির্দেশনা মনে চলার জন্য সকলকে আহবান করনে। গত বছর সালথায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছে। এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা সবাই প্রশাসনকে সহযোগিতা করবেন, এটাই আশা করি।