
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
আটরশির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আগামী বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) সাহেবের মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ–২০২৬ উপলক্ষে জেলা কর্মী গ্রুপ–ছাত্রদের আয়োজনে রাজবাড়ীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী পৌর শহরস্থ বড় লক্ষীপুর এলাকার ড্রাইস ফ্যাক্টরির পাশে নাছির উদ্দিন নাছিরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মী গ্রুপ–ছাত্র বিভাগের কর্মী প্রধান ও খাদেম মো. ইলিয়াস মাহমুদ। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা কর্মী প্রধান ও খাদেম আব্দুল গফুর বিশ্বাস।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্র কর্মী প্রধান ও কেন্দ্রীয় সদস্য মো. রুবেল মাহমুদ।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কর্মী গ্রুপ–ছাত্র বিভাগের প্রধান ও খাদেম মো. আহাদুল ইসলাম রিফাত (চঞ্জল)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব কর্মী প্রধান মো. নাছির উদ্দিন (নাছির), সাবেক জেলা যুব কর্মী প্রধান ডা. ইকবাল খান দোলন, গোয়ালন্দ উপজেলা কর্মী প্রধান মো. আবুল হাসান, কালুখালী উপজেলা কর্মী প্রধান মো. গফুর মন্ডল, মো. শরিফুল ইসলাম, পাংশা উপজেলা কর্মী প্রধান মো. কেসমত মাস্টার, জেলা ছাত্র কর্মী গ্রুপের উপদেষ্টা কোববাত মাতুব্বর, জেলা যুব কর্মী গ্রুপের উপদেষ্টা মো. জাকির হোসেন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মো. পলাশ, জেলা সহকারী যুব কর্মী প্রধান মো. রুবেল মাহমুদ, রাজবাড়ী সদর উপজেলা যুব কর্মী প্রধান আব্দুল কালাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা যুব কর্মী প্রধান আব্দুর রশিদ শেখ।
সভায় বক্তারা বলেন, ইমান, ইসলাম ও দীন প্রতিষ্ঠার জন্য সত্য তরিকা ও মাজহাবে খাজাবাবা (কুঃ ছেঃ আঃ) আমাদের জীবনের দিশারি। বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর আদর্শ ছড়িয়ে দিতে সকল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
‘আল্লাহু আকবর’, ‘দীন ইসলাম জিন্দাবাদ’, ‘সত্য তরিকা জিন্দাবাদ’ এবং ‘বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) জিন্দাবাদ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।