
ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি শাহ্ আলম মোল্যা (৫০) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিস্ফোরক আইনে মামলায় তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। সে উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামের মৃত হামেদ মোল্যার ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা শাহ্ আলম মোল্যাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা শাহ্ আলম মোল্যাকে বিস্ফোরক মামলায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।