1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সেনাবাহিনীর নিয়মিত টহলে ভোটারদের মধ্যে আস্থা বাড়ছে গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুদিন ব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইতিহাস সাক্ষ্য দেয় – হক সবসময় বিজয়ী হয়:শাহ আকরাম আলী সালথায় চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  সালথার গট্টি ইউনিয়নে ৬নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী জোট ক্ষমতায় এলে সামাজিক সব সমস্যার সমাধান হবে: আল্লামা শাহ আকরাম আলী সালথার রামকান্তপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আমি আমার জীবনজুড়ে আপনাদের পাশে থাকবো : শামা ওবায়েদ চলাচলের অধিকার হরণ করে প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘন, প্রশাসনের নীরবতায় পরিস্থিতি আরও সংকটাপন্ন সারিয়াকান্দিতে এক মাদ্রসার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, মানহানির অপচেষ্টার অভিযোগ

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কথিত অবৈধ মাটি কাটার ঘটনায় এনসিপির বাগাতিপাড়া কমিটির নেতা মুনজুর হোসেন ও সাংবাদিক সাজেদুর রহমানের নাম জড়িয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে তারা বলেন, কোনো ধরনের অনুসন্ধান, প্রমাণ বা বক্তব্য গ্রহণ ছাড়াই একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে তাদের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা স্পষ্টতই মানহানির অপচেষ্টা এবং দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার নগ্ন উদাহরণ।

এনসিপির বাগাতিপাড়া কমিটির নেতা মুনজুর হোসেন বলেন, “আমাকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমি কোনো অবৈধ মাটি কাটা, পুকুর খনন বা তথাকথিত সিন্ডিকেটের সঙ্গে কখনো জড়িত ছিলাম না। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যমূলকভাবে আমার নাম ব্যবহার করা হয়েছে। যারা এসব অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃত সত্য আড়াল করে বিভ্রান্তি ছড়াতে চাইছে।”

তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া এভাবে একজন রাজনৈতিক কর্মীর নাম জড়িয়ে সংবাদ প্রকাশ গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থী এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল।

সাংবাদিক সাজেদুর রহমান বলেন, “একজন পেশাদার সাংবাদিক হিসেবে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সম্পূর্ণ অসত্য, হাস্যকর ও চরম মানহানিকর। সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য নেওয়া হয়নি, যা মৌলিক সাংবাদিকতা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। কোনো ব্যক্তি নিজের বক্তব্যে আমার নাম উল্লেখ করলেই সেটি সত্য হয়ে যায় না।”

তিনি বলেন, সাংবাদিকতার নামে দায়িত্বহীন আচরণ শুধু ব্যক্তি নয়, পুরো পেশাকেই প্রশ্নবিদ্ধ করে।

প্রতিবাদ বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, যদি কোথাও কোনো অনিয়ম বা অবৈধ কার্যক্রম হয়ে থাকে, তাহলে প্রশাসনের উচিত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা। কিন্তু প্রমাণহীনভাবে নির্দোষ ব্যক্তিদের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা অবিলম্বে সংশ্লিষ্ট সংবাদগুলো সংশোধন ও মিথ্যা অংশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তারা প্রচলিত আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

এই ঘটনায় সচেতন মহল দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব নতুন করে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট