
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ সামাজিক সংগঠন আলোকিত নূরনগর সামাজিক সংগঠন এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেলে বড়হিত রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময়, সংগঠনের সভাপতি পারভেজ আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হোসাইন ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম দূর্জয় এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ কবির হোসেন, বড়হিত গ্রাম পরিচালনা কমিটির সভাপতি হানিফ সওদাগর, হাজী শাহ মাহমুদ, আব্দুল হাই, ইসমাইল হোসেন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য এহসানুল হক সুজন, ইমাম হোসাইন, নাজমুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ, তৌফিক এলাহী, রুবেল আহমেদ, আলামিন খান সহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সংগঠনটি দীর্ঘ ৫ বছর ধরে ঐক্য, মানবসেবা ও সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে তা সত্যিই প্রশংসনীয়।
আলোচনা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, পরে ৬ষ্ঠ বর্ষে পদার্পণের কেক কাটা হয়।