
রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই আয়োজনে মশাল জ্বালিয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশোনা জাহান।
জাঁকজমকপূর্ণ এই আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন।
অনুষ্ঠানটি সার্ভিক তত্ত্বাবধায়ন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, রাসেদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ক্রিয়া শিক্ষক গন।
৫২ শিক্ষা প্রতিষ্ঠানে ৩ শতাধিক শিক্ষার্থী এই খেলাধুলা আয়োজনে অংশগ্রহণ করেছে।
প্রধান অতিথি রওশনা জাহান তার বক্তব্যে বলেন পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা শিক্ষার্থীদেকে খেলাধুলার ও শরীরচর্চা করতে হবে।
ক্রিয়া ক্ষেত্রে অবদান রেখে বিশ্বমঞ্চে দেশের মান উজ্জ্বল করতে শিক্ষার্থীদের আহ্বান জানান।