
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গণভোটে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।