
হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নিরক। এরপর বিদায়ী শিক্ষার্থীদের বরণ করে নিতে ফুল ছিটানো ও ফুলের মালা পরানোর মাধ্যমে তাদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোঃ আব্দুল গফুর।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমির হামজা ও পলক হোসেন। তারা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা আবেগভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইদুর রহমান এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-মণ্ডলী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, “এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিদ্যালয় শুধু পরীক্ষার জন্য নয়, আদর্শ মানুষ গড়ে তোলার কারখানা। তোমরা সততা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে গেলে অবশ্যই জীবনে সফল হতে পারবে। বিদ্যালয়ের দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে।”
বক্তারা তাঁদের বক্তব্যে আরও বলেন, “সততা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে গেলে ভবিষ্যতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা অর্জন করা সম্ভব।”